
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। ইফতারে আগে খালদা জিয়া কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিশ্বে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেইক, ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাহিরিসহ প্রায় ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।
খালেদা জিয়ার ইফতার পার্টিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অংশ নেন―গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, আইনজীবী ড. শাহদীন মালিক, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাবি শিক্ষক সুকোমল বড়ুয়া, আসিফ নজরুল, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন―মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, জেবা খান প্রমুখ।