রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষিবিদদের সংগঠন ‘এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। রাত আটটা ৪০ মিনিটে এ সভা শুরু হয়। সভায় চেয়ারপারসন ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি উপস্থিত রয়েছেন।
‘এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা। অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফরি তুহিন, ড. এ এম ফারুক, ড. মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মোখলেছুর রহমান, এম ফারুক, শামীমুর রহমান শামীম, আসাদুজ্জামান লিটন ও শাহনাজ সরকারসহ আরো শতাধিক কৃষিবিদ।
উপস্থিত সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর) ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউশনের শিক্ষক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে ধারাবাহিকভাবে শিক্ষক, চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে আসছেন।