
দিনাজপুর প্রতিনিধি : কর্মজীবী নারী ঢাকা’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী বলেছেন, সরকার কৃষি শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেও এখনও তাদের শ্রম আইন হয়নি। হাজার বছরের লালন করা বাঙালীর ঐতিহ্য খাদ্য উৎপাদনের কৃষি শ্রমিকদের অবিলম্বে কৃষি শ্রমিক আইন বাস্তবায়ন করতে হবে এবং আইন আদায় আন্দোলনে কৃষি শ্রমিকদের লড়াকু ভুমিকা পালন করতে হবে।
গতকাল শনিবার খাজা নাজিমুদ্দীন হলে কর্মজীবী নারী দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় কৃষি শ্রম আইন আদায় আন্দোলন কমিটি গঠন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কর্মজীবী নারী দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সিরাজুম মুনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মজীবী নারী ঢাকার এ্যাডভোকেসী অফিসার রাজিব আহমেদ, কর্মজীবী নারী রংপুরের প্রেগ্রাম অফিসা জাবিব হোসেন ও কৃষি অধিকার মঞ্চের আহবায়ক শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী দিনাজপুরের উপদেষ্ঠা এ্যাড.লিয়াকত আলী। সভায় সর্বসম্মতি ক্রমে ৩০ সদস্য বিশিষ্ট কৃষি শ্রম আইন আদায় আন্দোলন নামে জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব মৌসুমী ফেরদৌস, সদস্য আশরাফ আলী, আঃ কুদ্দুস, এ্যাড. নাজমুল হক, সুলতানা কামাল উদ্দীন বাচ্চু, সরোজ রায়, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, চন্দ্র মোহন, ইয়াকুব আলী, আলী রেজা কাজল, কিশোর মহন্ত, কালী বিলাস, উষা রাণী, নিয়তি বালা, ভারতী রায়, সরলা, আসিয়া বেগম, পুর্ণিমা রায়, মিনতী বালা, কুনতি, বিষ্ণু বালা, আশা মনি, জানকি, আবেদা, সুশিলা ও কিরন বালা।