
কাশী কুমার দাস : স্টাফ রিপোর্টার : খাজা নাজিমুদ্দীন মুসলিম হল ও পাবলিক লাইব্রেরী’র হলরুমে কৃষি শ্রমিক আইন আদায় আন্দোলন দিনাজপুর আয়োজিত এবং কর্মজীবী নারী ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বাংলাদেশের কৃষি শ্রমিকদের সংগঠন, নেতৃত্ব বিকাশ ও অধিকার প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় কৃষি শ্রমিক অধিকার আইন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি শ্রমিক আইন আদায় আন্দোলন দিনাজপুরের সভাপতি মোঃ সহিদুল ইসলাম শহিদুলাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মৌসুমি ফেরদৌস। প্রকল্পে এবং কৃষি আইন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ঢাকা হতে আগত শ্রমিক আইন আদায় আন্দোলন এর এ্যাডভোকেসী অফিসার রাজিব আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমতা পলী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন ও কর্মজীবী নারী দিনাজপুরের সাধারণ সম্পাদক নুরুন নাহার। বক্তারা বলেন বাংলাদেশের অর্থনীতির সর্ববৃহৎ খাত হলো কৃষি। ৮৫ ভাগ মানুষ কৃষির উপর নির্ভর। দেশের শ্রম শক্তির ৪৭.৬ শতাংশ কৃষিতে নিয়োজিত। এর মধ্যে ৪০.১ শতাংশ মানুষ ও ৬৪.৮ শতাংশ নারী এই খাতে সরাসরি যুক্ত। কৃষির স্বার্থেই আমাদের কৃষক ও কৃষি শ্রমিকদের টিকিয়ে রাখতে হবে। অথচ এখনো কৃষি শ্রমিকদের নিবন্ধন ও পরিচয় পত্র দেওয়া হয়নি। কৃষি শ্রমিকদের ১০০ কর্ম দিবস কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হয়নি। এখনো নারী শ্রমিকদের কৃষি কার্ড ও পলী রেশনিং চালু হয়নি। অবিলম্বে এসব দাবী মেনে নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।