শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কেনিয়ার জঙ্গি হামলায় নিহত অন্তত ২৬

4-photo (1)কেনিয়ার উপকূলীয় শহরে ৫০ জনের মতো জঙ্গি হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে। তারা কাল রঙের পতাকা উড়িয়ে নজিরবিহীনভাবে এ বন্দুক হামলা চালায়।

সোমবার ওই এলাকার ডেপুটি কমিশনার বেনসন মাইসোরি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ২৬টি মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আমরা এখনো আরো মৃতদেহের সন্ধানে রয়েছি। সোমবার সকালে এ হামলার পর এমপিকেতোনি নামের শহরটি শান্ত ছিল বলে জানা গেছে।