মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কেনিয়ায় জঙ্গী হামলায় ২৮ জন নিহত

কেনিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে হামলা করে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ২৮ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আজ শনিবার সোমালিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাজধানী নাইরোবি থেকে ৫০ কিমি দূরের মান্দেরো শহর থেকে বাসটি ছিনতাই করে জঙ্গিরা। এরপর সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে ওই অমুসলিম যাত্রীদের বের করে এনে গুলি করে হত্রা করে। কেনিয়ার পুলিশ জানিয়েছে সন্দেহভাজন আল শাবাব জঙ্গীরা সোমালিয়া সীমান্তবর্তী একটি এলাকায় অন্তত ২৮ জন বাস যাত্রীকে হত্যা করেছে। প্রসঙ্গত কেনিয়া ২০১১ সালে সোমালিয়ায় সৈন্য পাঠানোর পর থেকেই সেখানে একের পর এক জঙ্গী হামলা শুরু হয়। এসব হামলার জন্য আল শাবাব জঙ্গীদের দায়ী করা হয়।
পক্ষান্তরে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিনি জানায়, কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে মানডেরা এলাকায় এ বাসটি অপহরণ করে আল শাবাব জঙ্গীরা। এরপর বাসযাত্রীদের মধ্য থেকে অমুসলিমদের আলাদা করে গুলি চালিয়ে হত্যা করা হয়। এছাড়া প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে কোন কোন খবরে বলা হচ্ছে, যারা কোরানের আয়াত বলতে ব্যর্থ হয় তাদের হত্যা করা হয়।

Spread the love