
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যালয় তিনমাস বন্ধ করে রেখেছিল। আর এতেই প্রমাণ হয় যে, দেশে গণতন্ত্র আছে কি নেই।’
শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান সরকার অবৈধ। তাই তারা অগণতান্ত্রিক পন্থায় তাদের পোষা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।’
গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয় থেকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে এবং কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এরপর গত তিনমাসে নেতাকর্মীদের নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বহু মামলা করা হয়। মামলার ভয়ে নেতাকর্মীরা গাঁ ঢাকা দেন। নেতাকর্মীরা না থাকায় কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন