বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কেবল বাঙালিরাই পারে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরাই পারি, আমরা পারব। যে কোনো অবস্থা মোকাবেলা করে এগিয়ে যাওয়া- এটা কেবল বাঙালিরাই পারে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, দেশের মানুষ তখন কিছু পায়। কারো নাম উল্লেখ না করেই তিনি বলেন, যাদের থিউরি আকাশে বাতাসে পত্রিকায় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের থিউরি আমরা জানি। তত্ত্বাবধায়ক তাদের থিউরি নিয়ে ডুবে গেছে। ওই থিউরি নিয়ে আমরা ডুবতে চাই না। অনেকে অনেক কথা বলেন। এ সম্ভাবনা, ও সম্ভাবনা। অতো সম্ভাবনার অতো থিউরি দিয়ে লাভ নেই।

আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনের আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। এ সময় কারো তত্ত্ব নিয়ে ব্যর্থ না হয়ে জনগণের অধিকার নিশ্চিত করার নীতিতে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ বৈঠকে আগামী ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুদিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস এবং ১০ জানুয়ারি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের দলীয় কর্মসূচি নির্ধারণসহ দেশের রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হয়।

Spread the love