
পুলিশের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে এমন বক্তব্য দেয়ার আগে বিষয়টি মানবাধিকার কমিশনের তদন্ত করা উচিত ছিলো বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে হরতালে নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করায় ৩ জনকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, কোনো ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে চায়না পুলিশ। কেউ যদি মনগড়া কথা বলে তার উত্তরে কথা বলার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি।
মানবাধিকার কমিশন ও বাংলাদেশ পুলিশ সরকারের প্রতিষ্ঠান উল্লেখ করে ডিএমপি কমিশনার এই দুই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি না করারও আহ্বান জানান।