রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কোন মন্তব্য না করেই চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমানের ফাঁসির রায়ের  কোন প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার দুপুরে রায়ের পর জাতীয় প্রেস ক্লাবের ভাসানী স্মৃতি সংসদের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানের পর সাংবাদিকরা তার কাছে রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করেই চলে যান। অনুষ্ঠানের দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুও ছিলেন।

Spread the love