
মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ র্যালি কর্মসূচি পালিত হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ায় এ আনন্দ র্যালির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা ক্রীড়া সংস্থার সামনে হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয়। এই র্যালিতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা জঙ্গী। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ। এ র্যালিতে আরও অংশগ্রহণ করে সৈয়দপুরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ন্যাশনাল ক্রিকেট একাডেমীসহ শহরের বিভিন্ন ক্রিকেট ক্লাব।