
লালমনিরহাট প্রতিনিধি : শিউলি খাতুন (২১)। অফুরন্ত ইচ্ছাশক্তি আর অদম্য প্রাণাবেগ সম্পন্ন এক তরুণীর নাম। বিবাহের খর্গ তাকে আঘাত করতে পারেনি। অভাব অনটন তাকে আটকাতে পারে নি। রিকশাওয়ালা পিতার ঘরে জন্ম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত এ নারী প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক থেকে সণাতক শ্রণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে প্রমান করেছেন মানুষের আছে অপার সম্ভাবনা। এর বিকাশের জন্য শুধু চাই নিজের ইচ্ছা শক্তি,সমাজের একটু ভালবাসা আর সামাজিক উদার দৃষ্টিভঙ্গি। শিউলির একান্ত ইচ্ছা সণাতক সম্পন্ন করে চাকুরি করে নিজেকে প্রতিষ্টিত করে রিকশাওয়ালা বাবার দুঃখ ঘোচানো । কিন্তু বিধিবাম, প্রাতিষ্টানিক পড়াশুনা শেষ না করতেই মরন ব্যাধি ক্যান্সার শিউলির স্বপ্ন সাধ চুরমার করতে বসেছে। পাটগ্রাম জসীমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রী কলেজের সণাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী শিউলি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেসা মেসেরঘাট এলাকার রিকশা চালক আজিজার রহমানের তিন সন্তানের মধ্যে শিউলি বড়। চলতি বছরের মে মাসে শিউলির শরীরে ক্যান্সারের জীবানু দেখতে পান ডাক্তার। ঢাকা ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আরমান রেজা চৌধুরী ক্যান্সার বিশেষজ্ঞ দ্রত ৩৩ টি রেডিও থেরাপির দেওয়ার পরার্মশদেন। কিন্তুু রিকশা চালক আজিজার রহমানের পক্ষে রেডিও থেরাপির ও সু-চিকিৎসা দেওয়ার সম্ভব না। রেডিও থেরাপির ও সু-চিকিৎসা দেওয়ার জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। তাই শিউলির বাবা আজিজার রহমান সমাজের বিত্তবানদের কাছে জোড় আবেদন জানান সাহায্যের জন্য। সাহায্যে পাঠানোর ঠিকানা জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখা হিসাব নং- এস বি-৭৪৫১ বিকাশ নং ০১৭৬৮-৮৬০৯৯৮। যাতে চিকিৎসা নিয়ে শিউলি বাঁচতে পারে। গত ১৫ দিন থেকে টাকার অভাবে ঔষধ পথ্যহীন মেয়েকে নিয়ে হতাশ করে কেঁদে রাত-দিন কাটছেন শিউলির পরিবার। শিউলি জানান, বা কাঁধের উপরে একটি আচিল থেকে আকস্মিক রক্তক্ষরণ শুরু হয় একদিন। বিষয়টি গ্রাম্য এক ডাক্তারকে দেখালে ডাক্তার আচিলটি কাটতে পরামর্শ দিয়ে এক পর্যায়ে নিজেই আচিলটি কেটে দেন। এর পর থেকে শরীরে জ্বর এবং ব্যথা অনুভূত হওয়া শুরু করে। হিতে বিপরীত হয় ডাক্তারের এ আনাড়িপনা। এক পর্যায়ে কাটা আচিলটি দুষিত হয়ে ঘাএ পরিনত হয়। ডাক্তারের ভুল পরামর্শ এবং ভুল এই কাটাছেড়া শিউলির সর্বনাশ ডেকে আনে। প্রাথমিক অবস্থায় শিউলির মা তার বাবার বাড়ি থেকে পাওয়া জমি, বাবা তার পৈত্তিক সম্পত্তির ৪০ শতাংশ জমি বিক্রির করিয়ে চিকিৎসা চালিয়ে বর্তমানে সর্বস্বান্ত বাবা অসহায় হয়ে পড়েছেন। আমরা সবাই সবার জন্য। সকলেই একটু এগিয়ে এসে তাকে সাহায্য করি।
বদিয়ার রহমান,লালমনিরহাট। মোবাইল-০১৭১২২১৭৯৯৫।