
জিন্নাত হোসেন : ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমীর উন্নত অনুশীলনের জন্য ক্লেমন স্পোর্টস এর পক্ষ থেকে বিভিন্ন খেলার সামগ্রী প্রদান।
গতকাল দিনাজপুর বড় ময়দানে ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমীর ছাত্র-ছাত্রীদের উন্নত অনুশীলনের জন্য ক্লেমন স্পোর্টস এর পক্ষ থেকে ক্রিকেট ব্যাট, প্যাড, হেলমেট, গ্লাভস, এলবো গার্ড, থাই গার্ড, বেসবল গ্লাভস সহ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার বিভিন্ন প্রকার খেলার সামগ্রী প্রদান করে। খেলার সামগ্রী গ্রহণ করেন ক্লেমন দিনাজপুর ক্রিকেট একাডেমীর পরিচালক ধীমান ঘোষ, নির্বাহী সদস্য মিজানুর রহমান পাটোয়ারী বাবু, শামীম কবীর অপু, তানভীর রেজওয়ান শান্ত, ইমাম হোসেন, সোহেল রানা মুরাদসহ প্রশিক্ষনার্থীবৃন্দ।