বিরোধী জোটের টানা দ্বিতীয় দফা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে ক্ষতিগ্রস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে যাবেন দলের চেযারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য দলীয় কার্যালয়ের তছনছ করা মালপত্র না সরানোর জন্য বিএনপি কার্যালয়ের অফিস সহকারীদের নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি সূত্র জানা যায়, দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তারের সময় সরকারি বাহিনী যে তাণ্ডব চালিয়েছে তা দেখে জাতির সামনে উপস্থাপন করবেন খালেদা জিয়া।
প্রসঙ্গত গত শনিবার ভোররাতে ডিবি পুলিশ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করার সময় কার্যালয়ে এবং দুইটি বেসরকারী টিভি চ্যানেলের ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্থ দলীয় কার্যালয় পরিদর্শন করবেন খালেদা জিয়া
Please follow and like us: