বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমতায় যাওয়াই রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য – বি. চৌধুরী

ক্ষমতায় যাওয়াই রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য হওয়ার কারণে বাংলাদেশে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ক্ষমতায় গিয়ে সবাই রাষ্ট্র ও জনগণের দায়িত্ব না নিয়ে লুটপাট আর দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ে।

এইচটি ইমাম পাবলিক সার্ভিস পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় তিনি যেসব মন্তব্য করেছেন সে প্রসঙ্গে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় এখন বিচিত্র সব লোকজনকে ঠাঁই দিয়েছেন যারা নিজেদেরকে জনগণের কাছে হাসির পাত্র হিসেবে পরিচিতি পাচ্ছেন।

এ সময় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে রাজনীতির মাঠে শিক্ষানবিশ বলেও মন্তব্য করেন তিনি।

Spread the love