মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ ৫ মাস ধরে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকায় কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী সংঙ্কট দেখা দিয়েছে। আগামী এক মাসের মধ্যে বড়পুকুরিয়ার কয়লার মজুদ শেষ হয়ে যাবে। এর মধ্যেই উৎপাদন শুরম্ন না হলে জ্বালানী সংঙ্কটের কারনে বন্ধ হয়ে যেতে পারে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।
বড়পুকুরিয়া কয়লাখনি সুত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ মে থেকে ভূ-গর্ভে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় কয়লার উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও এখন পর্যমত্ম কয়লা উত্তোলন শুরম্ন করতে পারেনি খনি কর্তৃপক্ষ। এদিকে মজুদ কয়লার পরিমান শেষ হয়ে আসায় জ্বালানী সংঙ্কট দেখা দিয়েছে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ এর প্রধান প্রকৌশলী মঞ্জুরম্নল হক জানান, প্রতিদিন তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট চালু থাকলে ১৮শ থেকে ২ হাজার মে. টন কয়লার প্রয়োজন হয়। তবে যান্ত্রিক ত্রম্নটির কারণে কখনো কখনো একটি ইউনিট বন্ধ থাকলে সেক্ষেত্রে ১ হাজার মে.টনকয়লা হলেই চলে। এই কয়লা সম্পূর্ণর্ বড়পুকুরিয়া খনি থেকে সরবরাহ করা হয়। কিন্তু সেখানে দীর্ঘ ৫ মাস কয়লা উত্তোলন বন্ধ থাকায় এখন জ্বালানী সংকট দেখা দিয়েছে।
এই ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিমিটেডের মহা-ব্যাবস্থাপক (মাইনিং) হাবিব উদ্দিন আহম্মেদ জানান, এখন খনিতে ৪০ হাজার মে.টন কয়লা মজুদ আছে, এই কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা অনুযায়ী প্রতিদিন ১ হাজার মে.টন করে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ভূ-গর্ভের ১২১২ নং ফেইজের উন্নয়নের কাজ শেষ এখন যন্ত্রাংশ স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় ১২১২ নং ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরম্ন করা হবে।
এদিকে দিনাজপুর জেলাসহ উত্তারঞ্চলের প্রায় ২ হাজার ইট ভাটার মালিকেরা বড়পুকুরিয়া খনির কয়লা দিয়েই ইট ভাটার জ্বালানী নিবারন করেন। আর ১ মাসের মধ্যেই শুরু হবে ইট পোড়ানো মৌসুম, কিন্তু ভরা মৌসুমে খনিতে কয়লা না থাকায় তারাও হতাশ হয়ে পড়েছেন। অনেকে তামাবীল, বুড়িমারি, সোনামসজিদ এলাকা থেকে কয়লা ক্রয় শুরম্ন করেছেন। ইট ভাটার মালিকেরা বলেন, যদি এক মাসের মধ্যে খনি থেকে কয়লা কিনতে না পারেন তাহলে চড়া দামে ভারত থেকে নিম্নমানের কয়লা কিনতে হবে আমদানী কারকদের কাছ থেকে। এছাড়া কয়লার সংঙ্কট সৃষ্টি হলে ভাটার মধ্যে কাঠ পোড়ানোর আশংঙ্কা দেখা দিবে। এতে বন বিভাগের উপর প্রভাব পড়তে পারে বলে পরিবেশবিদরা আশংঙ্কা করছেন। তবে কর্তৃপক্ষ বলছেন, ভূ-গর্ভ থেকে বিপুল পরিমাণ কয়লা উত্তোলন শুরু হলে কয়লার সংকট কেটে যাবে।