দিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও জনমুল্য কমিশন দিনাজপুর আয়োজিত এবং অক্সফাম, গ্রো, সিএসআরএল এবং কর্মজীবী নারীর সহযোগিতায় ‘‘খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনে কৃষিপন্যের লাভজনক মুল্য নিশ্চিত কর’’- এই শ্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ে জনমুল্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়। জনমুল্য কমিশন দিনাজপুরের সভাপতি এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। জনমুল্য কমিশনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন সিডিসির ডিআইআর শৈলেন চন্দ্র রায়। কৃষি ও কৃষকের পন্যের লাভজনক মুল্য নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করে কমিশনের সহ-সভাপতি শহীদুল ইসলাম, নুরুন্নাহার বেগম, সদস ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর পিসি আব্দুল হামিদ, আরডিএফ সংস্থার পিসি আব্দুর রাজ্জাক, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন কৃষি পন্যের লাভজনক মুল্য নির্ধারনের জন্য কৃষকের পক্ষে দর কষাকষির কোন সংগঠন নেই। কৃষি উপকরণ দুস্প্রাপ্য ও দুর্মুল্য হওয়াতে কৃষিতে প্রয়োজনী অর্থায়ন ও বিনিয়োগ নেই। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাই সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচী।