বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা, রাস্তা দখল করে ব্যবসা করা এবং ভোক্তা অধিকার আইনে খানসামা উপজেলায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্ধ-লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ নভেম্বর শনিবার রাতে উপজেলার পাকেরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাকেরহাটের রফিকুল স্টোরকে ১৫ হাজার টাকা, বুলবুল হার্ডওয়্যারকে ২ হাজার, আলফা ড্রাগ সেন্টারকে ৫ হাজার, আঁখি কনফেকশনারীকে ১০ হাজার, মামনি বস্ত্রালয় এন্ড সু-স্টোরকে ৩ হাজার, মদন কসমেটিকসকে ৫ হাজার, জয়গঞ্জ বস্ত্রালয় এন্ড গার্মেন্টসকে ৫ হাজার, মিলন এ্যালুমোনিয়ামকে ২ হাজার ও জয়দেব সীডসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় থানার এসআই দিবাকরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, ট্রেড লাইসেন্স হালনাগাদ না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ-লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সব ব্যবসাপ্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য অনুরোধ জানান তিনি।
Spread the love