বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খানসামার আওয়ামীলীগ নেতা মামুন আর নেই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন (৪৫)  মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাকেরহাটে বেলা সোয়া ১১টার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বাদ এশা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আ’লীগ নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন পররাষ্ট্র মন্ত্রী ও খানসামা-চিরিরবন্দর আসনের সংসদ সদস্য আবুল হাসান মো. মাহমুদ আলী, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা শাহ, সফিকুল ইসলাম, আ’লীগ নেতা আব্দুল জব্বার, আবু হাতেম, সফিউল আযম চৌধুরী লায়ন, সাংবাদিক জসিম উদ্দিন, প্রভাষক সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, পাকেরহাট ডিগ্রী কলেজের সাবেক ভিপি আবু সায়েদ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, সফিকুল ইসলাম সফি প্রমুখ।