শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামার ৫৫ শিক্ষক ও দপ্তরী ঈদের বোনাস বেতন থেকে বঞ্চিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রথমিক শাখার ২১ জন শিক্ষক এবং ৩৪ জন দপ্তরী কাম প্রহরী ঈদের বোনাস ও বেতন থেকে বঞ্চিত হয়েছেন। ধুলিসাৎ হয়ে গেছে তাদের পরিবারের ঈদ আনন্দ।

জানা গেছে, সরকারি পরিপত্র অনুযায়ী ২২ জুলাইয়ের মধ্যে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার কথা থাকলেও ২৬ জুলাই পর্যন্ত খানসামার প্রাক-প্রাথমিক শাখার ১৪ জন মুসলিম শিক্ষক ও ৩০ জন দপ্তরী কাম প্রহরীর বেতন বোনাস এবং ৭ জন হিন্দু প্রাক-প্রাথমিক শিক্ষক ও ৪ জন হিন্দু দপ্তরী কাম প্রহরী কোনো বেতন পায়নি। তাই, মুসলিম ওইসব শিক্ষক ও দপ্তরী কাম প্রহরীদের পরিবার-পরিজনরা এবারের ঈদে প্রাণ খুলে খুশি আনন্দে অংশ নিতে পারছেন না। কারণ হিসেবে দেখা গেছে, গত ২০ জুলাই খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক ভাবে বরখাস্ত হন। এতে প্রাক-প্রাথমিক শিক্ষক ও দপ্তরীদের বেতন বোনাস সীটে স্বাক্ষর হয়নি। ফলে, প্রাক-প্রথমিক শাখার ওইসব শিক্ষক আর দপ্তরী কাম প্রহরীদের ঈদ আনন্দ ধুলিসাৎ হয়েছে বলে একাধিক শিক্ষক ও দপ্তরী কাম প্রহরীদের সাথে আলাপকালে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিনিয়র উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও সাবেক আয়ন-ব্যয়ন কর্মকর্তা আজমল হোসেন ডলারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তো ছুটিতে বাসায় এসেছি, আর খানসামার আয়ন-ব্যয়ন কর্মকর্তার জন্য কাগজপত্র দপ্তরে পাঠানো হয়েছে। তবে, গত ২৪ জুলাই বৃস্পতিবার পর্যমত্ম তাদের বেতন বোনাসের বিকল্প ব্যবস্থা করা যেত। কিন্তু খানসামা থেকে প্রাক-প্রাথমিক শিক্ষক আর দপ্তরীদের বেতন বোনাসের কোনো কাগজপত্র আমার কাছে আসে নি। ফলে, শেষ মুহুর্তে কিছু করার না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন।