শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খানসামায় ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

খানসামা প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ছাগল ক্ষেত খাওয়া এবং রাস্তা নিয়ে সংঘর্ষে মোছাঃ মদিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

নিহত মদিনা বেগম উপজেলার খামার পাড়া ইউনিয়নের মঙ্গলুপাড়া গ্রামের মৃত মোঃ শাহাবুদ্দিনের স্ত্রী।

 

সোমবার বিকেল ৩টায় মঙ্গলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

খানসামা থানার এসআই প্রাণকৃষ্ণ জানান, ছাগল ক্ষেত খাওয়া এবং চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশীর মইন উদ্দিনের স্ত্রী মোছাঃ সুমাইয়া বেগম এবং পুত্র মোঃ নুর ইসলামের সাথে মোছাঃ মদিনা বেগমের কথা কাটাকাটি শুরম্ন। এর এক পর্যায়ে উভয়ের সাথে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে মদিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।