মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

আ: লতিফ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার সকাল ১১ টায়র সময় ‘‘ইঁদুর ধরন, ইঁদুর মারুন, ইঁদুর মুক্ত খামার গড়ুন ’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযানের ২০১৫- এর শুভউদ্বোধন করা হয় । উদ্ভোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান । তিনি বলেন বছরে ৭শ কোটি টাকার সম্পদ ইঁদুর নষ্ট করে থাকে । ইঁদুর ফসলের ক্ষয় ক্ষতি সহ জনস্বাস্থেরও ক্ষতি করে । ইঁদুর দমনের সফলতা উপস্থিত নির্ভর করে সকলের সম্মিলিত প্রচেষ্ঠার উপর । ইঁদুর নিধনের জন্য উপস্থিত কৃষক কিষানীসহ সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । উপজেলা কৃষি অফিসার মো: এজামুল হকের সভাপতিত্ত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: হাফিজ সরকার , সহকারী কৃষি অফিসার নিজামুল হক , ১ নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান মো: মকছেদুল গনি প্রমুখ ।