
মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর )প্রতিনিধি :কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামী বাংলাদেশ এই প্রতিপাদ্যে রবিবার দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণার্ঢ্য শোভাযাত্রা খানসামার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ এজামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, ১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মোকছেদুল গনি শাহ্, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন।উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় নারী সমাজের সদস্য, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, বিভিন্ন এনজিও’র কর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন করেন।