রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় জুয়াড়ীদের সাথে পূজা কমিটির সংঘর্ষ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় জুয়া খেলায় বাঁধা দেয়ায় জুয়াড়ীদের সাথে পূজা কমিটির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় জুয়াড়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে পূজা কমিটি কর্তৃক আয়োজিত কবি গানের মঞ্চ, আসবাবপত্র ও প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরদিকে ফের হামলার আশঙ্কায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার উপজেলার ভাবকী ইউনিয়নের শুড়িগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সনাতন সম্প্রদায়ের লোকেরা লক্ষী পূজার আয়োজন করে। রাতে স্কুল মাঠে খোলা মঞ্চে পূজা কমিটির উদ্যোগে বসে কবি গানের আসর। কবি গান চলাকালীন সময় পার্শ্ববর্তী গুলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে আত্রাই নদীর ধারে জুয়া খেলাল আসর বসে। জুয়ার আসরের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পূজা কমিটির সদস্যরা জুয়ার আসরে গিয়ে জুয়া খেলা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়ীরা সংঘবদ্ধ হয়ে পূজা কমিটির লোকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত লিটন ও নারায়ন চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র, বাবুল ও হিতেন জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০/২২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে পূজা কমিটির লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীদের বেধড়ক লাঠিপেটার শিকার হয় আগত স্থানীয় দর্শনার্থীরা। এছাড়া হামলাকারীরা মন্ডব ঘরে ঢুকে লক্ষীর প্রতিমা, কবি গানের আসরের মঞ্চ, চেয়ার, স্কুলের বেঞ্চ, মাইক ভাংচুর করে। তারা জানান, হামলাকারীরা ফের হামলা করতে পারে এ আতঙ্কে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভয়ে আছি।

এ ঘটনায় পূজা কমিটির পক্ষে রজনী কান্ত রায় নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১১ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার এএসপি সার্কেল অসিত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষের সাথে কথা বলি এবং উভয় পক্ষের সম্মতিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই সালিশী বৈঠকের সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনেই সালিশী বৈঠকে উপস্থিত হয় উভয় পক্ষের দুই গ্রামবাসী। কিন্তু বৈঠক চলাকালীন সময়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উত্তেজিত হয়ে তার দলবল নিয়ে পূজা কমিটির সদস্যের ওপর চড়াও হয়। এতে ভুন্ডল হয়ে যায় সালিশী বৈঠক।

এদিকে বাংলাদেশ আ’লীগ খানসামা উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রকৃত অপরাধীদের শাসিত্মর দাবি জানান।

খানসামা থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার জানান, পূজা কমিটির পক্ষ থেকে মামলা হয়েছে। তদন্ত চলছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে দিনাজপুর জেলা পুলিশ সুপার রুহুল আমিন জানান, পুলিশ ওই এলাকায় বিশেষ নজর রেখেছে। তবে পুলিশী তদন্তে ঘটনার সাথে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২,

Spread the love