শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় দুই মুখ চার চোখ নিয়ে গরুর বাছুরের জন্ম

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি ॥ দিনাজপুরের খানসামায় অলৌকিক গরু বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির একটি মাথা থাকলেও রয়েছে দুইটি মুখ এবং ৪টি চোখ।

মঙ্গলবার রাতে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ক্যালেনের বাজার পাড়ার শ্রী জয়ন্ত চন্দ্র রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

জয়ন্ত চন্দ্র রায় জানান,  মঙ্গলবার রাতে পালিত একটি গরু বাছুরের জন্ম দেয়। বাছুরটির একটি মাথা, দুইটি মুখ, দুইটি নাক ও চারটি চোখ রয়েছে।  বাছুরটি যদিও সবল রয়েছে। তারপরও একটি মাথায় দুইটি মুখ থাকায় বাচ্ছাটি উঠে দাড়াতে কষ্ট হচ্ছে।
এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ এক নজরে বাছুরটিকে দেখার জন্য ভিড় করছে।