শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল লতিফ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ কমপে­ক্স হলরুমে ২০জুনের পরিবর্তে ২৮জুন মঙ্গলবার সকাল ১০টার সময় স্থানীয় যুব সমাজ, শিক্ষক, বে-সরকারি সংস্থা, কিশোর-কিশোরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় আদেশাবলী, করণীয় বন্যা ও ঘূর্ণিঝড় সর্ম্পকে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, বজ্রপাত থেকে বাঁচার উপায় ও করণীয় বিষয় বিস্তারিত দিক তুলে ধরে আলোকপাত করেন দিনাজপুর জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম মমিনুল হক, দিনাজপুর ফায়ার সার্ভিস এর পক্ষে গ্রুপ লিডার নির্মল কুমার রায় প্রমুখ উক্ত সেমিনারে আলোচনায় অংশ গ্রহণ করেন।

Spread the love