দিনাজপুর প্রতিনিধি : জেলার খানসামা উপজেলায় ইরি বোরো কাটার পর পড়ে থাকা ধান গাছের গোড়া (মুড়ি) থেকে আবারও ধান উৎপাদন করে কৃষকের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন চাষী শাহীনুর আলম।
সরেজমিন দেখা গেছে, খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের কৃষক শাহীনুর আলম ইরি-বোরো মৌসুমে এক একর ২৫ শতক জমিতে ব্রি ধান-২৮ চাষ করেন। মে মাসের শরম্নতে এসব ধান কেটে ঘরে তোলেন। এরপর জমিতে পড়ে থাকা ধান গাছের গোড়া (মুড়ি) নষ্ট না করে পুনরায় ধান উৎপাদন করতে যত্ন নেন এবং ধান গাছের গোড়া কাচা থাকায় দ্রম্নত নতুন কুশি বের হয়। কোন প্রকার সেচ ও সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র কয়েক বার কীটনাশক স্প্রে করে চাষকৃত এসব মুড়ি ধানের মাঝারি ধরণে ফলন ধরেছে।
কৃষক শাহীনুর আলম জানান, ইরি-বোরো ধান কাটার পর জমিতে পড়ে থাকা ধান গাছের গোড়া (মুড়ি) থেকে নতুন কুশি বের হয়। আর এসব কুশি ব্যবহার হয় গরম্ন ও ছাগলের খাদ্য হিসেবে। কিন্তু আমি এ বছর এক একর ২৫ শতক জমিতে চাষকৃত ধান ঘরে তোলার পর মুড়ি থেকে বের হওয়া কুশি নষ্ট না করে পুনরায় ধান উৎপাদনে যত্ন করছি। শুধুমাত্র স্প্রে ছাড়া অন্য কোন খরচ হয়নি। আশা রাখি গাছের গোড়া (মুড়ি) থেকে আবারও প্রায় ১৫-২০ মন ধান উৎপাদন হবে।
নতুন এ পদ্ধতিতে ধান গাছের গোড়া (মুড়ি) থেকে ধানচাষ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এজামুল হক জানান, ধানের মুড়ি থেকে আবার ধান চাষ নিঃসন্দেহে নতুন পদ্ধতি। বিশেষ করে ব্রি ধান-২৮ ও ২৯ ধানের গোড়া কাচা থাকে। তাই ধান কাটার পর এসব ধান গাছের মুড়ি থেকে কুশি বের হয়। আর এসব মুড়ি থেকে পুনরায় ধান উৎপাদন সম্ভব। এ বছর গোয়ালডিহি ও হাসিমপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক মুড়ি থেকে ধান চাষ করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই।