মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় নিমগাছ ও শীতবস্ত্র বিতরণ

Khansamaমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া গ্রামে গত শনিবার বিকেল সাড়ে ৪টায় কুমড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতন যুব ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিমগাছ এবং অসহায়, গরীব ও দু:স্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোসলেমউদ্দিন শাহ্। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল হক, বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব ফজর আলী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে সচেতন যুব ফোরামের সভাপতি মোস্তাফিজার শাওন, সহ-সভাপতি আশরাফুজ্জামান আলাল, সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম, কোষাধ্যক্ষ আ. রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love