রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খানসামায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

খানসামা প্রতিনিধি : দিনাজপুরের গতকাল বৃহস্পতিবার খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা শিক্ষা বিভাগ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় ২ দিন ব্যাপী খানসামা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

খানসামা উপজেলার গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে ২ দিন ব্যাপী প্রথম ব্যাচের মোট ২ ব্যাচে ৬০ জন শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সেশনে ও প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা এবং বিদ্যালয় উন্নয়নের বিভিন্ন উপাদানসমূহ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ্যবই বিশ্লেষণ এর কাজ করা হয়। এছাড়া বিদ্যালয় পর্যায় শিশু সুরক্ষা, স্যানিটেশন এবং বিদ্যালয় পাঠাগার কার্যকরী করার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ শরিফুল ইসলাম।