শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় ভেজাল সেমাই বিক্রির দায়ে দুই দোকানদারকে জরিমানা

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ভেজাল সেমাই বিক্রির দায়ে দুই দোকানদারকে অর্থদন্ড করছে ভ্রামমান আদালত।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার পাকেরহাটে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রামমান আদালতের বিচারক মোঃ  সাজেবুর রহমানের নেতৃত্বে চলা এই ভেজাল বিরোধী অভিযানে ২ টি দোকানে তল্লাসী চালিয়ে ভেজাল সেমাই উদ্ধার করে খানসামা থানা পুলিশ।

পরে ২ টি দোকানকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন মোঃ সাজেবুর রহমান।

অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান ব্যবসায়ীদের প্রতি ভেজাল খাদ্য দ্রব্য বিক্রি না  করা জন্য নির্দেশ দেন।

এদিকে অভিযানের খবর পেয়ে পুরো পাকেরহাটের প্রায় প্রতিটি সেমাইয়ের দোকান মূহূর্তেই বন্ধ হয় যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার পাকেরহাট ত্যাগ করলে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ব্যবসায়ীরা।