
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা তথ্য অফিস ও খানসামা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গত ১৩ আগস্ট শনিবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চত্বর থেকে জঙ্গি বিরোধী র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিকেলে উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্ধোধন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হয়ে উঠছে, তখন উন্নয়নের এ গতিকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে জঙ্গি হামলা চালানো হচ্ছে। ইসলামের নামে এসব জঙ্গি হামলা করা হলেও শান্তির ধর্ম ইসলাম ধর্মের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আজ গোটা জাতি একতাবদ্ধ হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশকে জঙ্গিমুক্ত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। শেষে প্রধান অতিথি সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করার জন্য সকলকে শপথবাক্য পাঠ করান।
সভায় আরো সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন , আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীনা আলী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ইসলামের সঠিক শিক্ষাকে অনুধাবন করে আগামী প্রজন্মকে সঠিক গাইডেন্স প্রদানের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অ্যাসেম্বলীতে এসব বিষয়ে বিষয়ভিত্তিক বক্তব্য প্রদানের জন্য তিনি শিক্ষকদের অনুরোধ করেন। এছাড়া পারিবারিক বন্ধন জোরদার করার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ছোবল থেকে সন্তানদের আগলে রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান।
এছাড়াও প্রধান অতিথি আঙ্গারপাড়া ময়দান হতে দমনারায়ণ যাওয়ার রাস্তায় ইছামতি নদীর উপর ব্রিজ, খানসামা ডিগ্রী কলেজের সাইকেল গ্যারেজ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট, আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদ মোড় হতে পাকেরহাট যাওয়ার রাস্তা (ভায়া জমিদার নগর) প্রশস্ত করণ, পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও গ্রাম বিদ্যুতায়ন উদ্ভোধন করেন।