
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ রোবাবর দিনাজপুর জেলার খানসামা উপজেলার, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে, সরকারি খরচে আইন সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠান, এইড-কুমিল্লা, জাস্টিস ফর অল-দিনাজপুর প্রকল্প এবং উপজেলা লিগ্যাল এইড কমিটি খানসামা, দিনাজপুর এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোলাম মোস্তফা শাহ, চেয়ারম্যান, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন, খানসামা উপজেলা, দিনাজপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাজেবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, খানসামা উপজেলা, দিনাজপুর। স্বাগত বক্তবে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান মহোদয় বলেন, সরকার যে, সরকারি খরচে দরিদ্র জনগণকে আইনী সহায়তা প্রদান করিতেছে তা আমাদের সকলের জানা নেই, এইড-কুমিল্লা, জাস্টিস ফর অল-দিনাজপুর প্রকল্প কাজ করার ফলে আমরা এ বিষয়ে জানতে পারি কিন্তু তাহা কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ আজ আমরা সকলে এ বিষয়ে বিস্তারিত জানবো এই বলে অনুষ্ঠানের সফলতা কামনা করে শুভ উদ্ধোধন ঘোষনা করেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার দরিদ্র নারী-পুরুষ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সমাজ সেবক, বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলার সকল ইউনিয়ন সচিব ও পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও আপাময় জনগন উপস্থিত ছিলেন। এইড-কুমিল্লা সংস্থা’র, জাস্টিস ফর অল-দিনাজপুর প্রকল্প ও সরকারি খরচে লিগ্যাল এইড সেবা বিষয়ে উপস্থাপন করেন, সংস্থা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ দেলওয়ার হোসেন। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, “গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার ।” সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া মানে এই নয় যে, অহেতুক মামলা করা কিছু মামলা আমরা বাদী-বিবাদিকে একত্রিত করে নিষ্পতি করতে পারি। তিনি আরও বলেন, সম্মিল্লিত প্রচেষ্টায় সরকারি খরচে অসহায় মানুষের পাশে থেকে বিচার প্রাপ্তির মাধ্যমে ন্যায্য অধিকার নিশ্চিত হবে, এ ব্যাপারে আমি সবাত্বক ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নিকট থেকে সহায়তা কামনা করি। জেলা লিগ্যাল এইড অফিস থেকে কি ধরনের এবং কিকি সেবা, কিভাবে দেওয়া হয় সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারিরা প্রশ্নের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা, কমিটি’র ভুমিকা, কাজের অগ্রগতি প্রতিশ্রুতি প্রদান ও সরকারি খরচে লিগ্যাল এইড সেবা ও আইন বিষয়ে উপস্থিত সকলেই অবগত হয় এবং কোথায় কিভাবে আইনী সেবা পাওয়া যাবে তা তারা বিস্তারিত জানতে পারেন।