আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি রাস্তায় পাকা ঘর নির্মাণ করেছে এক প্রভাবশালী। এব্যাপারে এখনও প্রশাসন ঘুমিয়ে আছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নে সরকারি রাস্তায় উক্ত পাকা ঘর নির্মাণ করেছেন কুমড়িয়া মন্ডলের বাজারস্থ মো. একরামুল হক শাহ্। তিনি এলাকাবাসীর বাধা তোয়াক্কা না করে খামারু ও সাত্তারের সহযোগীতায় সরকারি রাস্তার উপর পাকা ঘর নির্মাণ করেছেন বলে সচেতন এলাকাবাসীর অভিযোগ। এব্যাপারে গত ২৬/১০/১৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি ভূমি কর্মকর্তাসহ অফিসার ইনচার্জকে লিখিত দরখাস্ত দেয়ার পরও এলাকাবাসী কোনরকম সুরাহা না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট তহশিলদারকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। ৫নং ভাবকী ইউনিয়ন ভুমি কর্মকর্তা তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি রাস্তায় অবৈধভাবে পাকাঘর নির্মান করা হয়েছে। এ ব্যাপারে তিনি দুই দিনের সময় চেয়ে নেন এলাকাবাসীর নিকট। কিন্তু দুইদিন গত হয়ে গেলেও অবৈধ স্থাপনা রয়েই গেছে সরকারি রাস্তার উপর। উক্ত তহশীলদার দখলদারদের সাথে জোগসাজস করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা করছে বলে এলাকাবাসী দাবী করছে। আর সংশ্লিষ্ট প্রশাসন সরকারি সম্পত্তি উদ্ধার না করে কেন ঘুমিয়ে আছে, এলাকাবাসীর বোধগম্য হচ্ছে না।