
আব্দুল লতিফ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ২৪ জুন শুক্রবার সকাল ১০টায় খানসামা-জয়গঞ্জ রাস্তায় ১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে কালামাটিয়া নদীর উপরে ৪৫ মিটার ব্রীজ এর শুভ উদ্ধোবন করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এম.পি.। সে সময় তিনি উপজেলার ৬টি ইউনিয়নের ৯টি গ্রামের ৬৮৫টি পরিবারে বিদ্যুতায়নের শুভ উদ্ধোবন করেন এবং মরিয়ম বাজার থেকে ফারিদাবাদ যাওয়ার অর্ধ কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্থর এর শুভ উদ্ধোবন করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রীর সাথে ছিলেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি খলিলুর রহমান, দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেড.এইচ মোহাম্মদ আলী শামীম। উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, সাইফুল ইসলাম (প্রভাষক), আ’লীগ সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, ১নং আলোকঝাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদুল গণি রাববু শাহ্, ৬টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণসহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।