
আব্দুল লতিফ, খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলী এম.পি। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এজামুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: আতোয়ার হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, দিপবিস-১’র জোনাল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে পররাষ্ট্র মন্ত্রী ২৬ টি দেশী-বিদেশী জাতের ফল গাছের চারা ও কলমের স্টল পরিদর্শন করেন। এছাড়াও মন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ৩৭৭টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এসময় মন্ত্রীর সহধর্মীনী মিসেস শাহীন আলী, সরকারী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।