২০ অক্টোবর বিকাল ৫টায় খানসামা উপজেলার পাকেরহাট বাজারে গণতান্ত্রিক বাম মোর্চার ঢাকা-সুন্দরবন রোডমার্চে পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) খানসামা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। এতে বাসদ (মার্কবাদী) খানসামা উপজেলার সংগঠক আজিজার রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। বাসদ (মার্কবাদী) খানসামা উপজেলার সংগঠক সাজ্জাদ হোসেন আপেল, অনুপ বিশ্বাস, আজিজার রহমান বলেন, গত ১৬-১৮ অক্টোবর গণতান্ত্রিক বামমোর্চার ঢাকা-সুন্দরবন রোডমার্চের শান্তিপূর্ণ কর্মসূচীতে মানিকগঞ্জ, মাগুড়া, ঝিনাইদহ, যশোরসহ বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা বাধা প্রদান করে এবং পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রী সমন্বয়ক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এর প্রতিবাদে ২০ অক্টোবর দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে খানসামা উপজেলার পাকেরহাট বাজারে বাসদ (মার্কবাদী)’র পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিল পরবর্তী সমাবেশ চলাকালীন সময় পুলিশ বিনা উস্কানিতে সমাবেশে হামলা চালায় এতে আজিজার রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় আহতরা পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। বাসদ (মার্কবাদী) দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম (সবুজ) খানসামা উপজেলার পাকেরহাট বাজারে বাসদ (মার্কবাদী)’র মিছিল সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন গণতান্ত্রিক কর্মসূচীতে পুলিশের এধরনের অক্রমন সরকারের অগণতান্ত্রিক চরিত্রের পরিচয় বহন করে। তিনি অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপর এক বিবৃতিতে গণতান্ত্রিক বামমোর্চা দিনাজপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার আলী সরকার খানসামা উপজেলায় বাসদ (মার্কবাদী)’র মিছিল সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। দোষি পুলিশ সদস্যদের বিচারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বামমোর্চা দিনাজপুর জেলার সদস্য কমরেড সন্তোষ গুপ্ত, কমরেড রেজাউল ইসলাম সবুজ প্রমুখ।