
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা থেকে সুপারিশপ্রাপ্ত পাঁচ পুলিশ উপপরিদর্শক (এসআই) এবং জনতা ব্যাংকের এক সিনিয়র অফিসারকে ক্রেস্ট এবং ফুলেল সংবর্ধনা প্রদান করেছে পাকেরহাট গণগ্রন্থাগার।
সুপারিশপ্রাপ্ত পাঁচ এসআই হলেন টংগুয়া গ্রামের সুমন আহমেদ ও জীবন রায়, পাকেরহাট গ্রামের মজিদ সাবু, খামারপাড়া গ্রামের শামীম চৌধুরী এবং বালাপাড়া গ্রামের জিয়াউর রহমান। এছাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হলেন পাকেরহাট গ্রামের আরিফুল ইসলাম পিপুল।
বুধবার (৫ অক্টোবর) রাতে পাকেরহাট গণগ্রন্থাগারের সভাপতি রাশেদ মিলনের সভাপতিত্বে গণগ্রন্থাগারে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন গণগ্রন্থাগারের সদস্যবৃন্দ ও সুধীজন।