রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামা থানা ভবন কবুতরের অভয়াশ্রম!

মোহাম্মদ সাকিব চৌধুরী : থানা পুলিশ অপরাধীদের জন্য ভয়ঙ্কর হলেও সেই থানা পুলিশই কবুতরের (পায়রা) জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে। পুলিশ সদস্যদের ভালোবাসা আর থাকা-খাওয়া নিশ্চিত হওয়ায় দিনাজপুরের খানসামা থানা কবুতরের জন্য হয়েছে অভয়াশ্রম।
ভোর রাতে পায়রার বাকুম বাকুম ডাকে ঘুম ভেঙে যায় পুলিশ সদস্যদের। নির্দিষ্ট কয়েক পুলিশ সদস্য সকাল, দুপুর ও বিকেলে কবুতরের খাবার ও পানি সরবরাহ করে থাকায় তাদের সঙ্গে সৃষ্টি হয়েছে সখ্য। কবুতরগুলো তাদের হাতের ওপর এসে বসে খাবার গ্রহণ করে। এতে করে পুলিশ সদস্যরা শত ব্যস্ততার মাঝেও আনন্দ উপভোগ করে থাকেন।
উপ-পরিদর্শক আবদুল আজিজ বলেন, পায়রা সুখের প্রতীক। কবুতর অবুঝ প্রাণী। সেই প্রাণীকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। খানসামা থানার দ্বিতীয় ফ্লোরে কবুতরের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। সেখানেই থাকে পাঁচ শতাধিক কবুতর। নিয়মিত খাবার, পানি ও পরিচর্যা করায় কবুতরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
খানসামা থানার এএসআই নূর ইসলাম জানান, খানসামা থানায় অনেক কবুতর থাকায় এখানের পুলিশ কর্মকর্তারা মনে করেন এই এলাকায় অপরাধমূলক কাজ অনেক কম। অনেক কবুতর থানা চত্বরে বসবাস করায় এখানে শান্তি বিরাজ করছে।
খানসামা থানার ওসি কৃষ্ণ সরকার জানান, খানসামা থানা ভবনে ইচ্ছা করে কোনো কবুতর পালেনি। বিভিন্ন এলাকা থেকে কবুতর এসে থানা ভবনে বাসা বেঁধেছে। পরে কবুতরের জন্য আলাদা আলাদাভাবে কাঠ দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।

Spread the love