বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সেতাবগঞ্জ বণিক সমিতির মতবিনিময়

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাথে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সেতাবগঞ্জ বণিক সমিতি ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেতাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে সেতাবগঞ্জ বণিক সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান প্রধান, বনিক সমিতির সাধারন সম্পাদক মাহবুব খাঁন, ইটভাটা মালিক সমিতির সভাপতি নুর আলম, বনিক সমিতির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লা প্রমুখ। উক্ত মত বিনিময় সভায় বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন পাশাপাশি বণিক সমিতিকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেয়ার আহবান জানান।

Spread the love