বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রীকে পৃথিবী থেকে বিদায় নয়, রাজনীতি থেকে বিদায়ের কথা বলেছি। আবারও বলছি, খালেদা জিয়া যদি জামায়াত, জঙ্গি ও হেফাজতিদের ত্যাগ না করেন, তাহলে অবশ্যই তাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। তিনি বলেন, পত্রিকার নিবন্ধন বাতিলের ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) দেয়ার জন্য যে প্রস্তাব উঠেছে, তা নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারই জেলা প্রশাসকেরা ডিসি সম্মেলন সামনে রেখে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রস্তাব করেন। এবারও কেউ হয়তো এমন প্রস্তাব করেছেন। কিন্তু এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করছি না। দ্য প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন) এক্ট ১৯৭৩ নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে
Please follow and like us: