জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ মুলতবি করে পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। এর আগে আজ সোমবার দুপুর ১টায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুর্নীতি দমন কমিশন দুদক-এর উপ-পরিচালক হারুন-অর রশিদের সাক্ষ্য দেন। এর একপর্যায়ে আবারও বেগম জিয়ার আইনজীবীরা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মুলতবি আবেদন করেন। এরপর আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত রেখে মামলার মুলতবি আবেদনের ওপর শুনানি শুরু করার অনুমতি দেন।
এদিকে বেগম জিয়ার আইনজীবীরা নিরাপত্তাজনিত কারণে বেগম জিয়া উপস্থিত হতে পারেননি বলে আদালতকে জানানো হয়। এতে নিরাপত্তা বাড়িয়ে বিএনপি নেত্রীকে এজলাসে হাজির করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশনা দেন আদালত।
অন্যদিকে মামলার শুনানি শেষে সাক্ষ্যগ্রহণ স্থগিত চেয়ে বেগম জিয়ার করা আবেদন ৩য় দফায় খারিজ করে দেন আদালত। এরপর ২ পক্ষের আইনজীবীর ব্যাপক হট্টগোল শুরু হয়। এর মধ্যেই আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখে আদালত ১৭ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।