
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকারের পথ উন্নয়নের পথ। আর খালেদা জিয়ার পথ জঙ্গিবাদের পথ। আমাদের পথ স্বাধীনতার পথ। খালেদা জিয়ার পথ সন্ত্রাসের পথ।
শুক্রবার দুপুরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গলহা হাইস্কুল প্রাঙ্গনে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের গাড়ি চলছে। সেই গাড়ির চালক শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ানোর পথ পরিহার করুন। পছন্দ না হলে পাকিস্তানের গাড়িতে উঠতে পাকিস্তান বা আফগানিস্তানে চলে যান।
মধ্যনগর থানা আওয়ামী লীগের আহবায়ক গিয়াস উদ্দিন নুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য ছবি বিশ্বাস। পরে তিনি বিকেলে জেলার তাহিরপুর উপজেলায় জাতীয় হাওর উৎসবে যোগদান করেন।