সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত : পরবর্তী তারিখ ২৪ নভেম্বর

উচ্চ আদালতে অপেক্ষমাণ থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ বকশিবাজারের আদালতে স্থগিত রাখার আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করেন এবং সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৪ নভেম্বর নির্ধারণ করেন। বেলা ১১টায় বকশিবাজারের বিশেষ আদালতে উপস্থিত হন বেগম জিয়া।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, এডভোকেট জয়নাল আবেদীন ও  সানাউল্লাহ মিয়া। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর আহবায়ক মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলুসহ কেন্দ্রীয় নেতারা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হাজিরা দিতে আজ রবিবার সকাল ১০টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এদিকে রবিবার ঢাকার ৩য় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদের সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও তা পিছিয়ে আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ঢাকার বকসিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে এ দুটি মামলার বিচার চলছে। এ মামলায় খালেদা ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অপর ৫ আসামি হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। এর মধ্যে তারেক রহমান উচ্চ আদালতের জামিনে গত ৬ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। বাকি দুজন পলাতক।
জানা যায়, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ দুটি মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানসহ ৬জন এবং জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আরো ৩জন আসামি হিসাবে রয়েছেন। এ দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া আপিল বিভাগে গেলেও তা খারিজ হয়ে যায়।

Spread the love