রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রিটের বিভক্ত আদেশ হাইকোর্টের

Khaleda Zaia-02বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার

বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় বিচারক

নিয়োগের বৈধ্তা চ্যালেঞ্জ করে দায়ের

করা রিটে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।

আদেশেএই দুই মামলার কার্যক্রম তিন মাসের জন্য

স্থগিত করে রুল জারি করেছেন জেষ্ঠ্য বিচারক।

অন্যদিকে রিট আবেদনটি খারিজ করেছেন কনিষ্ঠ

বিচারপতি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল

ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার

করা রিটের ওপর দুপুর সোয়া দুটায় আদেশ দেয়া

শুরু হয়। গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন

খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ

ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড দুর্নীতি মামলায়

অভিযোগ গঠন করেন বিচারক বাসুদেব রায়।

গত ১২ মে মামলা দুটির অভিযোগ গঠনকারী

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক

বাসুদেব রায়ের নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ

করে রিট করেন খালেদা।