শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাথে ড্যান মোজিনার বৈঠক : সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ

K-M বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে খালেদার গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক বিকেল সাড়ে ৪টার পর পরই বের হয়ে যান তিনি। এ বৈঠকে সা¤প্রতিক মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বিবৃতিতে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক এবং অগ্রহণযোগ্য উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, খালেদার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক এবং অগ্রহণযোগ্য। এটা এখনই বন্ধ করতে হবে। সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও খালেদার সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।