মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার হুঙ্কারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হয়ে যাবে’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়ার হুঙ্কারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হয়ে যাবে। টিকে থাকতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা দেখব সরকারের কাছে কত গুলি আছে। গুলি বুকে নেয়ার জন্য আমরা প্রস্তুত। গুলি শেষ হয়ে গেলে কী করবেন? মানুষ আপনাদের ছাড়বে না। ভাসানীর জন্ম না হলে অনেক রাজনৈতিক নেতার জন্ম হতো না। কেন জাতীয় পর্যায়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে না বলে অভিযোগ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের কী ভাসানীর প্রতি কোনো ঋণ নেই? আওয়ামী লীগের কোনো কৃতজ্ঞতাবোধ নেই বলেও মন্তব্য করেন তিনি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Spread the love