
সুবল রায়, বিরল : উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই৷ কেউ ভুল করে থাকলে ভুলের খেসারত তাকেই দিতে হবে৷
জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জিয়া৷ জামায়াতই আজ তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে৷
অন্যদিকে, খালেদা জিয়া জঙ্গী নেত্রী হিসেবে প্রকাশ পেয়েছে৷ তাঁর স্থান হবে পাকিস্থান৷ এই নেত্রী দুই মাস যাবত্ পেেট্রাল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছিল৷ কিন্তু বাংলার মানুষ তাতে সাঁই দেয়নি৷ তার বিচার বাংলার মাটিতেই হবে৷ গতকাল সোমবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চকেহাট ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে সাধারণ জনগণের উপর পেেট্রালবোমা নিক্ষেভ ও আগুনে পুরিয়ে মারার প্রতিবাদে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন৷
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জিকু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, আল্লামা ইকবাল লাবু, কৃষি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মানিক, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, ছাত্রলীগের আহ্বায়ক নুর জামান প্রমুখ বক্তব্য রাখেন৷