শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘খালেদা জিয়া রাজনীতিতে ভুলের হ্যাট্রিক করেছেন’

রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ভুল রাজনীতির জন্য জনগণ বিএনপিকে লালকার্ড প্রদর্শন করেছে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে ভুলের হ্যাট্রিক করেছেন। তাই হ্যাট্রিক করা নেত্রীকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তিনি বলেন, তার ভুল তিনটি হলো দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া, পেট্রলবোমা দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করা এবং বিদেশী নাগরিক হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকা। তিনি আরও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আর ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনীরা এক ও অভিন্ন। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতীয় ইতিহাসকে ধ্বংস করতে চেয়েছিল। আজ শনিবার নগরীরর শ্যামলীস্থ এস ও এস শিশুপল্লী মিলনায়তনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫১তম জম্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।