সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শুধু তিনি নন, তারেক জিয়াও একই খেলায় মেতে উঠেছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অধিকাংশ নেতাই দেশের বাহিরে। এরা সবাই মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের জনগণ এদের সকল ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও করবে।’

তিনি বলেন, ‘বিএনপিতে বিজ্ঞ লোক আছেন। কিন্তু ভুল নেতৃত্বের জন্য আজ তারা কোণঠাসা। দলটির শীর্ষ নেতৃত্ব বোমা মেরে মানুষ হত্যা ও জঙ্গিবাদের প্রশ্রয়দাতা। এদের ভুল সিদ্ধান্তের জন্য দলটির এ করুণ পরিণতি।’

হাছান মাহমুদ বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দিয়ে না পারার কারণে এখন দলটি ভারতের দ্বারস্থ হচ্ছে। অথচ এক সময় এরাই ভারতের বিপক্ষে অবস্থান করেছে। উপায় না দেখে ভারতের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগের নামে মিথ্যাচার করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— আমরা নগরবাসীর সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।