বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিরোধী নেতা বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। ভারত আশা করে, বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে উন্নয়নে অগ্রগতি হবে।
ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন- ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ, ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, আন্ডার সেক্রেটারি ফরেন মিনিস্ট্রি অব বাংলাদেশ অমিত সুক্লা, হেড অব পলিটিক্যাল সেকশন অব বাংলাদেশ মোনজ মহাপাত্র।
বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন- দলের ভাইস-চেয়ারম্যার শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন।
ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিরোধী নেতার সাথে সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথেও বৈঠক করেন তিনি।